২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের কেনাকাটায় : ব্র্যান্ডের পণ্যে আগ্রহ কম

-

দেখতে দেখতে ১০ রমজান শেষ। আর কয়েক দিন পরেই ঈদ। রাজধানীর বাজারজুড়ে নানা রঙ ও ঢঙের বিচিত্র সব পোশাক। গতকাল রাজধানীর শপিংমলগুলো ঘুরে দেখা যায়, সবখানেই ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। ব্র্যান্ডেড ও নন-ব্র্যান্ডেড সব পোশাকই দেখছেন ক্রেতারা। তবে কেনার আগ্রহ নন-ব্র্যান্ডেরই তুলনামূলক বেশি।
বিক্রেতারাও বলছেন, ঈদ উপলক্ষে গতানুগতিকের বাইরে নতুন কোনো পণ্য না আনা, বাড়তি দাম ও ভ্যাটসহ নানা কারণে ব্র্যান্ডের পণ্যের প্রতি এবার ক্রেতাদের আগ্রহ অনেক কম। বসুন্ধরা সিটি শপিংমলের একটি ব্র্যান্ড শপের বেশির ভাগ বিক্রেতারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে আমাদের নতুন কোনো পণ্য নেই। সব সময় যে ধরনের পণ্য থাকে, তাই আছে। বিক্রি খুব একটা ভালো বলা যাবে না। ঈদ উপলক্ষে উপচেপড়া ভিড় বলতে যা বোঝায়, তা এবার নেই। বসুন্ধরা সিটির দর্জিবাড়ি, লা-রিভ, এক্সট্যাসি, ক্যাটস আই, সেইলর, সাদাকালো, নগরদোলা, দেশালসহ বেশকিছু ব্র্যান্ডের দোকানে গিয়ে দেখা যায়, নতুন আসা বিভিন্ন পোশাক দেখছেন অনেকেই, তবে সেসবের ক্রেতার সংখ্যা কম। বিক্রি কম হওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্র্যান্ড শপের কর্মকর্তা বলেন, ক্রেতারা মনে করেন ব্র্যান্ডেড পণ্যের দাম বেশি। তাই অনেকেই কিনতে চান না। আসলে কিন্তু তা নয়। মান বিবেচনায় এগুলো এখন ক্রয়ক্ষমতার মধ্যেই পাওয়া যায়। এছাড়া মানুষ এখন ওয়েস্টার্ন পণ্যের দিকে ঝুঁকছে, বুটিকসের প্রতি আগ্রহ কম। বসুন্ধরা ছাড়াও ফরচুন শপিং কমপ্লেক্স, টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাস, কর্ণফুলী গার্ডেন, নিউমার্কেট, চাঁদনী চক ও বসুন্ধরা সিটি শপিংমলসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, অনেকেই ঘুরে ঘুরে পছন্দের পোশাক বাছাই ও দরদাম করে কেনাকাটা করছেন। রোজার শেষদিকের ভিড় ও চড়া দাম এড়াতে এবার আগেভাগেই কেনাকাটা সেরে ফেলতে চাইছেন তারা। আবার কেউ কেউ এসেছেন শুধু পছন্দের পোশাক খুঁজতে।
বিক্রেতারা জানান, নতুন ফ্যাশনের অপেক্ষায় না থেকে রোজার আগে বা শুরুর দিকে কেনাকাটা করেন অনেকেই। তাদের কথা মাথায় রেখেই বিভিন্ন পোশাক দোকানে তুলেছেন তারা। আরো কয়েক ধাপে আসবে নতুন পোশাক। বরাবরের মতো এবারো ঈদ কেনাকাটায় নারী ও শিশুদের পোশাক বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। স্ত্রী ও মেয়েকে নিয়ে মগবাজার থেকে বসুন্ধরা শপিংমলে কেনাকাটা করতে এসেছেন রুবেল শেখ। ছয় বছরের মেয়ে বুশরার জন্য লেহেঙ্গা কিনেছেন। নিজেদের জন্য কিনব আরো ক’দিন পর। এখনকার কেনা শুধু মেয়ের জন্য। বাচ্চাদের বায়না রাখার জন্যই আজ আসা।
প্রতিবারের মতো এবারো বাজারে ভারতীয় হিন্দি ও বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকাদের নামে পোশাকের ছড়াছড়ি। এবার পদ্মাবতী নামে লেহেঙ্গার মতো দেখতে মেয়েদের একটি পোশাক বেশি চলছে। এ পোশাকের দাম সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা। এছাড়া গাউনের চাহিদা বেশি। মেয়েদের পোশাকের মধ্যে ঘাড়ারা, কটি, গুঞ্জির চাহিদা বেশি বলে জানিয়েছেন বসুন্ধরা সিটি শপিংমলের আরিশা কালেকশনের এক বিক্রেতা। তিনি বলেন, মানুষ আসছে, দেখছে, পছন্দের পোশাক কিনছে। ১১ রোজা পার হয়েছে। বিক্রি বেশ ভালো।
রাজধানীর মৌচাক মার্কেটে রামপুরা থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন সামসুল আরেফিন। তিনি জানান, শিশুদের জন্য শপিং করতেই তারা এখানে এসেছেন। রোজার শেষদিকে নিজেদের জন্য তারা কেনাকাটা করবেন। প্রতি ঈদেই শিশুদের পোশাকের দাম অনেক বেশি থাকে। রোজার মাঝামাঝি সময়ে দাম আরো বেড়ে যায়। তাই প্রথম দিকেই শিশুদের কেনাকাটার ঝামেলা শেষ করতে চান তারা। এবারের রোজা মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়ায় বেতন ও বোনাস এখনো হাতে আসেনি। তাই নিজেদের জন্য কেনাকাটা পরে হবে। এখন পছন্দটা সেরে রাখছি। মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত নারী ক্রেতার সংখ্যাই তুলনামূলক বেশি। শিশুদের জন্য জামা-কাপড়, জুতা, প্যান্ট, ফ্রক, স্কার্ট ইত্যাদি কিনতে আসছেন তারা। উঠতি বয়সীদের চাহিদা বেশি লং ফ্রক ও গাউনে। ছেলেদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কেউ কেউ টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ও জিন্সের প্যান্ট কিনতে আসছেন। মানে উন্নত ও দামে সাশ্রয়ী হলেও দেশী পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ কম। বিদেশী পোশাকের দিকেই নজর বেশি তাদের।


আরো সংবাদ



premium cement